1. info@www.fenirkantho.com : news :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে অনুষ্ঠিতব্য কনফারেন্স আনোয়ার হোসেন ভূঁইয়ার যোগদান সম্মাননা পেলেন ফেনীর কৃতিসন্তান এডভোকেট মোহাম্মদ হানিফ মজুমদার। সন্মাননা পেলেন এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন ভুঁঞা ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়ায় ফের ভিপি জমি দখলের চেষ্টা দ্বিতীয় বার চলাচলের পথ উন্মুক্ত করল উপজেলা প্রশাসন ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মানবাধিকার সুরক্ষায় অপরিহার্য গনতন্ত্র ছাগলনাইয়ায় পিএফজির আয়োজনে পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত  ঘোপাল তদন্ত কেন্দ্রে পায়রার ল্যাপটপ বিতরণ ছাগলনাইয়ায় নানা আয়োজনে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৯৯৩ বার পড়া হয়েছে

সর্বক্ষেত্রে বাঙ্গালিদের সাংবিধানিক অধিকার দিতে হবে এই শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে সংগঠণটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১লা নভেম্বর) বিকেল ৪টায় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের জন্মস্থান কুমিল্লার পৌরপার্কের ঐতিহাসিক জামতলায় কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয়।

পরে দিনটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ছাত্র নেতা ইব্রাহীম মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের স্থায়ী বাসিন্দা সনদ প্রদানে বৈষম্যমূলক নীতি অবিলম্বে প্রত্যাহার, নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূনস্থাপন সহ সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালিদের সম অধিকার নিশ্চিতের দাবী জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন চৌধুরী, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টা নুরুল ইসলাম মাষ্টার, প্রতিষ্ঠাতা সদস্য জনাব হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ইসমাইল নবী শাওন, নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা আতিকুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আবদুর রউফ সরকার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব ছাদেকুর রহমান, চট্রগ্রাম মহানগর সভাপতি আলী হোসেন, কুমিল্লা মহা নগর সভাপতি হারুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি শরীফ উদ্দিন, রাঙ্গামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সভাপতি মনির হোসেন প্রমুুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং