ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ১০৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্যাংকের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্হানীয় সরকার উপপরিচালক গোলাম মো: বাতেন। সমবায় ব্যাংকের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ বুলবুলের সভাপতিত্বে ও ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আফতাব উদ্দিন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: শাহনেওয়াজ চৌধুরী, জেলা সমবায় কর্মকর্তা আল আমিন, সমবায়ী কাজী কামাল প্রমূখ।