ফেনীর ফুলগাজীতে শ্রীচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন ফেনী -১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। কমিউনিটি ক্লিনিক স্হাপনের মাধ্যমে শেখ হাসিনা স্বাস্হ্য সেবা জনগণের দোর গোড়ায় পৌছে দিয়েছেন।
শনিবার বিকেলে জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুরে আয়োজিত সুধী সমাবেশে সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।
উপস্হিত ছিলেন ফেনী সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, কমিউনিটি ক্লিনিকের জমি দাতা পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদার, বিএমএ ফেনীর সভাপতি অধ্যাপক ডা.সাহেদুল ইসলাম কাওসার, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া, স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম, ওসি মোঃ নিজাম উদ্দিন, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার, জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন রতন, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, জমি দাতা মো: আবুল বশর।