ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে র্যালি
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সুবল চাকমা।
বক্তব্য দেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মন্নান, এস আই মো: রুবেল,
সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন মজুমদার।সদস্য নুরের ছাফা প্রমূখ।