ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়ায় তিনশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বিএনপি নেতা মশিউর রহমান খোকন। বৃহস্পতিবার সকালে ছাত্রদল আয়োজিত উত্তর পানুয়া দাখিল মাদ্রাসা ও উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মশিউর রহমান খোকন। সভাপতিত্ব করেন উত্তর পানুয়া দাখিল মাদ্রাসার সুপার দীন মোহাম্মদ।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম রানা ও ছাগলনাইয়া সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল আফসার নিপুন।
বিশেষ অতিথি ছিলেন উত্তর পানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি মরিয়ম, ব্যবসায়ি মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা ছাত্রদল সদস্য শাহাদাত হোসেন ,নাজিম উদ্দিন নাজিম, পৌর যুবদল নেতা রিয়াজ উদ্দিন আরিফ প্রমূখ।