পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির উদ্যোগে গত সোমবার (০১ এপ্রিল) নগরীর আগ্রাবাদস্থ দি কপার চিমনি রেস্টুরেন্টে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ওইহয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নিয়াজ উদ্দিন ও মুনছুরুল আলম সোহাগের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বিশেষ মেহমান ছিলেন, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সিহাব উদ্দিন মাসুদ, প্রতীক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরোয়ার, নৌ-পুলিশ চট্টগ্রাম এসপি আ ফ ম নিজাম উদ্দিন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন নাসিম বলেন, সারা বাংলাদেশের মধ্যে ফেনী একটা সমৃদ্ধ জেলা, আর ফেনীর মধ্যে সমৃদ্ধ ছাগলনাইয়া উপজেলা। এই সমিতির অনেক দূর এগিয়েছে। ছাগলনাইয়ার মানুষ আমাকে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মনে রাখতে হবে দল যার যার ছাগলনাইয়া সবার, দল যার যার ফেনী-১ আসন সবার। যুবকদের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি, ইনশাআল্লাহ ঈদের পর চালু হবে৷
স্বাগত বক্তব্য রাখেন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল কমিটির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন।
এসময় তিনি সমিতির আদর্শ, উদ্দেশ্য নিয়ে কথা বলেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্য রাখেন, বেলায়েত হোসেন, শেখ নুরুল্ল্যা বাহার, শামীম হোসেন, ছাগলনাইয়ার পৌরসভার মেয়র এম মোস্তফা, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, কামরুল হাসান চৌধুরী, মনছুর আলম সোহাগ, নাজমুল হাসান শিপন, সোহাগ পাটোয়ারী।
বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সমিতির সদস্যদের ভাতৃত্বের বন্ধনকে পবিত্র রমজানের মহিমায় আরো দৃঢ় করতে অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে ও সকল ভালো কাজে সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ছাগলনাইয়া সমিতি পক্ষে উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, আতিকুল ইসলাম, জাহের আহমেদ মুরাদ, প্রভাষক আহমেদ হোসেন, এমরান হোসেন হালিম , মোঃ সালিম , জিয়া উদ্দিন আপেল, রুবেল হোসেন, জোটন, ডাঃ সামশু উদ্দিন প্রমুখ।
পরিশেষে, সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে সবময় পাশে থাকার জন্য পোর্টল্যান্ড গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাগলনাইয়া সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দরা।