ছাগলনাইয়ায় বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশন শিক্ষা উন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বিকেলে হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব একেএম শওকত আলম মজুমদার।
বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি কফিল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য জসিম উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ মজুমদার,
প্রধান শিক্ষক আবু তৈয়ব, সাবেক কাউন্সিলর সৈয়দ আবদুল হাদী, কাউন্সিলর কাজী নুরুল আলম প্রমূখ।
অনুষ্ঠানে ২৮জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।