ছাগলনাইয়ার দেবপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার শতবর্ষ পূর্তি উদযাপন হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) দিনব্যাপী মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহবায়ক ও মাদরাসার গভর্ণিং বডির সহসভাপতি মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী এম. হোসাইন পাটোয়ারী মিলন ও সদস্য নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকার প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড.আ.ক.ম.আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও গভর্ণিং বডির সভাপতি অভিষেক দাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ মজুমদার প্রমূখ।
বক্তব্য রাখেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম, ছাগলনাইয়া থানার ওসি মো: হাসান ইমাম, আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহতাব হোসেন প্রামানিক, প্রাক্তন ছাত্র শামছুল হক, আজিজ উল্যাহ, হাসান মাহমুদ, নিজাম উদ্দিন, দিদারুল আলম মজুমদার।
বিকেলে মিলনমেলা শেষে বর্ণাঢ্য ইসলামী কনসার্ট এর আয়োজন করা হয়।