ছাগলনাইয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে পশ্চিম ছাগলনাইয়া মজুমদার বাড়ি মাঠে আয়োজিত এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে এটি উদ্বোধন করেন চট্রগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাছির উদ্দীন।
উপজেলা কৃষি অফিসার মো: সাফকাত রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: একরাম উদ্দিন, অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ, পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার আবু কাউছার মো: সরোয়ার প্রমূখ। বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহমান, চাষী কামরুল ইসলাম মজুমদার।
আলোচনা সভা শেষে অতিথিরা সমলয় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে রোবো ধানের চারা রোপনের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, এ পদ্ধতি সময় ও শ্রম দুইটি সাশ্রয়ী হবে। ৫৫জন চাষির ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে প্রণোদনার মাধ্যমে বোরো ধান চাষ করা হচ্ছে। এখানে চারা রোপন থেকে শুরু করে পরিচর্যা, ফসল কর্তন সব কিছুই হবে সমলয় পদ্ধতিতে।