ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার সর্মথনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে
আয়োজিত পথ সভায় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী ১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমূখ।