দায়িত্বভার গ্রহণ করেছেন সোনাগাজী বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ।
বুধবার সকালে উপজেলা বিআরডিবি ও সমবায় কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, বিআরডিবির সদ্য বিদায়ী চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম মামুন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবদুস সালাম খোকন, পৌর আ’লীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর, সাখাওয়াত হোসেন রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলমসহ উপজেলা বিআরডিবি ও সমবায়ের সদস্যবৃন্দ ।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ কে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিআরডিবি ও কেন্দ্রীয় সমবায় সমিতির নবনির্বাচিত পরিষদ।