ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকালে
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সাইফুল ইসলাম কমল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন সুমনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ এর ডিজিএম জানে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন, কাউন্সিলর শাহেনা আক্তার, প্রভাষক নুরের ছাফা, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, জয়িতা মনোয়ারা বেগম প্রমূখ। র্যালিতে স্বেচ্ছাসেবী সংগঠন ছাগলনাইয়া ইয়ুথ সোসাইটি ও ইপসা অংশ নেয়।