ছাগলনাইয়ার ঘোপালে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগীদের নিয়ে মত বিনিময় সভা
অনু্ষ্ঠিত হয়েছে। ঘোপাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সেলিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুলের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব,
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক প্রমূখ। উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম,
ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি মোরশেদ আলম।