ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ৭টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে সকল কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে ১১টা ৩০মিনিটে শেষ হয়। ৭টি কেন্দ্রে মোট ৩হাজার ২শত পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৫৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক মোতাহারুল হক পাটোয়ারী বলেন,
ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে মাদ্রাসা শিক্ষার গুনগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।