ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া অংশে শ্যামলী পরিবহনের বাসের থাকায় সিএনজি আরোহী সাবেক সেনা কর্মকর্তা, তার স্ত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের আবুল হোসেনের পুত্র সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনাকল্যাণ, চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯), তার স্ত্রী সালমা আক্তার (৪৮) ও একই গ্রামের সিএনজি চালক মনা মিয়া (৩০)।
ঘটনাস্থল থেকে জানা যায়, স্থানীয় নিজকুঞ্জরা ইউটার্ন অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ নিহতদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।