নিজস্ব প্রতিবেদক: ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠন উদ্যোগে দুই অসহায় পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা সফিকুর রহমান পাটোয়ারী নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে অসহায় দুটি পরিবারকে ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। পূর্ব মধুগ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত সিএনজি অটোরিকশা চালক অহিদ উল্লাহ রুবেলের স্ত্রী তাহমিনা আক্তারকে ৩৮ হাজার টাকা ও কৈয়ারা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আক্তার ৩৮ হাজার টাকা অনুদান তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। দুটি পরিবারেরই ৩ জন করে শিশু কন্যা সন্তান নিয়ে পরিবার গুলো দীর্ঘদিন যাবত অসহায় মানবেতর জীবনযাপন করছিল। উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠনের সিনিয়র সদস্য শহীদ পাটোয়ারী, সংগঠক আশরাফুল আলম মজুমদার রতন,সদস্য মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম, দেশীয় প্রতিনিধি আনোয়ার হোসেন পাটোয়ারী স্বপন, ইকবাল হাসান মজুমদার,
সদস্য আশরাফুল ইসলাম টুটুল, এস এম হাসান, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন ও সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী প্রমূখ।
এছাড়াও ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠন বিবাহ যোগ্য নারীদের বিবাহ,অসুস্থদের চিকিৎসা সহায়তা,অসহায়, দুস্থ্যদের বাড়িঘর নির্মান,রমজানে ইফতারী, খাদ সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন।